ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩৯, ২৩ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি রুমে গাঁজাসহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে মানবিক বিবেচনায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শেখ মুজিবুর রহমান হলের ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ এর ৫০২৩ নাম্বার রুম থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন মুজিব হলের ও আরেকজন সূর্য সেন হলে হলের শিক্ষার্থী।
৫০২৩ নম্বর রুমের এক আবাসিক শিক্ষার্থী জানান, আমি গোসল করে রুমে ঢুকে দেখি তার বন্ধু গাঁজা বানিয়ে বেডের উপর রেখে দিয়েছে। তখন আমি কিছু বলতে পারিনি, কারণ তারা আমাকে মারতে পারে এই ভয়ে ছিলাম। তারপর আমি পাশের রুমের বড় ভাইদের জানালে তারা হাতেনাতে তাদের আটক করে হল প্রশাসনকে জানায়।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. এ. এফ. এম মোস্তাফিজুর রহমান জানান, তাদের সঙ্গে গাঁজা ছিল। কিন্তু কেউ খেতে দেখেনি। প্রথম বর্ষ হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তারা হলে উঠতে পারবে না। তাদের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নেবে। তাদের পরিবার ও বিভাগে এ বিষয়টি জানানো হবে।
গত ১৭ আগস্ট শেখ মুজিবুর রহমান হলের অন্য এক একটি রুমে গাঁজা সেবনরত অবস্থায় আটক হওয়া প্রথম বর্ষের চার শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা/সৌরভ/মেহেদী
Sangbad365 Admin 














