০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার টিকিটের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে সরকার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৬০১৮ Time View
এয়ার টিকেটের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে প্রেস ব্রিফিং

এয়ার টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন বিধিমালা সংশোধনসহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সরকার সামগ্রিক ব্যবস্থা নিয়েছে।

সোমবার(২৫ আগস্ট) এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে গৃহীত কার্যক্রম অবহিত করা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয় ৷ 

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান উপস্থিত সাংবাদিকদের মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

 

শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব নাসরীন জাহান গৃহীত কার্যক্রমগুলো অবহিত করেন এবং পরবর্তীতে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সচিব তার বক্তব্যে বলেন, টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন বিধিমালা সংশোধন সহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সামগ্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।  
গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মন্ত্রণালয় কর্তৃক ৪ টি নির্দেশনা জারি, টাস্কফোর্স গঠন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান, নন-রিফান্ডেবল টিকিটের ট্যাক্স ফেরত প্রদান, আইন ও বিধিমালা সংশোধন এবং ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (OTAMS) তৈরির কথা জানানো হয়।  

সংবাদিকের এক প্রশ্নের উত্তরে বিমান উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্ট নামক একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিট সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপদেষ্টা টিকেটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ নিশ্চিতকরণ পূর্বক লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই এয়ার টিকিট ক্রয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান ৷                                                                                            
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

এয়ার টিকিটের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে সরকার

সময়ঃ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
এয়ার টিকেটের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে প্রেস ব্রিফিং

এয়ার টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন বিধিমালা সংশোধনসহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সরকার সামগ্রিক ব্যবস্থা নিয়েছে।

সোমবার(২৫ আগস্ট) এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে গৃহীত কার্যক্রম অবহিত করা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয় ৷ 

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান উপস্থিত সাংবাদিকদের মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

 

শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব নাসরীন জাহান গৃহীত কার্যক্রমগুলো অবহিত করেন এবং পরবর্তীতে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সচিব তার বক্তব্যে বলেন, টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন বিধিমালা সংশোধন সহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সামগ্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।  
গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মন্ত্রণালয় কর্তৃক ৪ টি নির্দেশনা জারি, টাস্কফোর্স গঠন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান, নন-রিফান্ডেবল টিকিটের ট্যাক্স ফেরত প্রদান, আইন ও বিধিমালা সংশোধন এবং ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (OTAMS) তৈরির কথা জানানো হয়।  

সংবাদিকের এক প্রশ্নের উত্তরে বিমান উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্ট নামক একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিট সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপদেষ্টা টিকেটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ নিশ্চিতকরণ পূর্বক লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই এয়ার টিকিট ক্রয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান ৷                                                                                            
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।