০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাসের অভাবে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৬০১৮ Time View

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৬ আগস্ট ২০২৫  

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

গ্যাসের ঘাটতি প্রকট হওয়ায় দেশের বৃহৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ। ১ হাজার ৬১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। 

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যন্ত্রপাতির সমস্যা নেই। গ্যাস পেলে কিছু ইউনিট দ্রুত চালু করা সম্ভব।’’

তিনি আরো বলেন, ‘‘বর্তমানে যান্ত্রিক ত্রুটিতে ৩ নম্বর ইউনিট ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ নম্বর ইউনিট মেরামতের আওতায় রয়েছে। বাকি ইউনিটগুলো কার্যত প্রস্তুত কিন্তু গ্যাসের অভাবে নিষ্ক্রীয়। এ অচলাবস্থা দেশের বিদ্যুৎ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। গ্রীষ্ম মৌসুমে যেখানে চাহিদা ঊর্ধ্বমুখী, সেখানে প্রধান বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ থাকায় চাপ বেড়েছে।’’

তিনি আরো জানান, দুই বছর ধরে এই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল না। তবে চলতি বছরের জুন মাস থেকে সঙ্কট এতটাই তীব্র হয়, একে একে ইউনিটগুলো বন্ধ হতে থাকে। ৯ জুন বন্ধ হয় ৫ নম্বর ইউনিট (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট), আর ১৪ জুন থেমে যায় ৭ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট)। ৩ নম্বর ইউনিটের (৩৬০ মেগাওয়াট) যান্ত্রিক সমস্যা থাকলেও সেটির মেরামত শেষ পর্যায়ে রয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, সরকার বর্তমানে সার কারখানায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিকল্প উৎস থেকে গ্যাস নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। 

ঢাকা/হৃদয়/বকুল

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

গ্যাসের অভাবে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ

সময়ঃ ১২:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৬ আগস্ট ২০২৫  

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

গ্যাসের ঘাটতি প্রকট হওয়ায় দেশের বৃহৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ। ১ হাজার ৬১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। 

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যন্ত্রপাতির সমস্যা নেই। গ্যাস পেলে কিছু ইউনিট দ্রুত চালু করা সম্ভব।’’

তিনি আরো বলেন, ‘‘বর্তমানে যান্ত্রিক ত্রুটিতে ৩ নম্বর ইউনিট ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ নম্বর ইউনিট মেরামতের আওতায় রয়েছে। বাকি ইউনিটগুলো কার্যত প্রস্তুত কিন্তু গ্যাসের অভাবে নিষ্ক্রীয়। এ অচলাবস্থা দেশের বিদ্যুৎ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। গ্রীষ্ম মৌসুমে যেখানে চাহিদা ঊর্ধ্বমুখী, সেখানে প্রধান বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ থাকায় চাপ বেড়েছে।’’

তিনি আরো জানান, দুই বছর ধরে এই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল না। তবে চলতি বছরের জুন মাস থেকে সঙ্কট এতটাই তীব্র হয়, একে একে ইউনিটগুলো বন্ধ হতে থাকে। ৯ জুন বন্ধ হয় ৫ নম্বর ইউনিট (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট), আর ১৪ জুন থেমে যায় ৭ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট)। ৩ নম্বর ইউনিটের (৩৬০ মেগাওয়াট) যান্ত্রিক সমস্যা থাকলেও সেটির মেরামত শেষ পর্যায়ে রয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, সরকার বর্তমানে সার কারখানায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিকল্প উৎস থেকে গ্যাস নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। 

ঢাকা/হৃদয়/বকুল