সাবেক সচিব আব্দুল খালেককে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ (৬) ও ১২ ধারা অনুযায়ী সাবেক সচিব আব্দুল খালেককে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
আব্দুল খালেক মঙ্গলবার (২৬ আগস্ট) যোগদান করেছেন। তিনি আকরাম আল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
এমআইএইচ/আরআইএস
Sangbad365 Admin 













