০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর স্বতন্ত্র ভিপিপ্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে জখমের অভিযোগ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৬০২৪ Time View
আহত রবিউল হক

নিজের রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জখমের ফলে তার বুকের দিকে বেশ ক্ষত হয়েছে।  অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।  

বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ সময় আহত রবিউল কক্ষ থেকে বেরিয়ে এলে অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

এ বিষয়ে রবিউল হক বলেন, উনি রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে। ফলে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে তিনি রেগে গিয়ে আমাকে অবৈধ এবং বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।

এ ঘটনায় জালাল আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে জালাল লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।  

এদিকে এ ঘটনার পর রবিউল বেরিয়ে গেলে জালাল আহমেদ নিজেই নিজের শরীরে আঘাত করে ক্ষত তৈরি করছেন বলে হলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।

এ ঘটনার পর হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন। পরে রাত ২টা নাগাদ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম জালাল আহমেদকে বহিষ্কারের ঘোষণা দেন এবং তার বিরদ্ধে মামলা দায়েরের কথা জানান।

হলের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জালাল আহমেদ একাধিকার ঐ কক্ষে ঝামেলা পাকিয়েছেন। একাধিকারবার শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন। আহত শিক্ষার্থী এর আগে ‘মৃত্যু ঝুঁকিতে আছি’ লিখেও হল প্রভোস্ট বরাবর জানিয়েছিল।  

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

ডাকসুর স্বতন্ত্র ভিপিপ্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে জখমের অভিযোগ

সময়ঃ ১২:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
আহত রবিউল হক

নিজের রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জখমের ফলে তার বুকের দিকে বেশ ক্ষত হয়েছে।  অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।  

বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ সময় আহত রবিউল কক্ষ থেকে বেরিয়ে এলে অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

এ বিষয়ে রবিউল হক বলেন, উনি রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে। ফলে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে তিনি রেগে গিয়ে আমাকে অবৈধ এবং বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।

এ ঘটনায় জালাল আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে জালাল লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।  

এদিকে এ ঘটনার পর রবিউল বেরিয়ে গেলে জালাল আহমেদ নিজেই নিজের শরীরে আঘাত করে ক্ষত তৈরি করছেন বলে হলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।

এ ঘটনার পর হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন। পরে রাত ২টা নাগাদ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম জালাল আহমেদকে বহিষ্কারের ঘোষণা দেন এবং তার বিরদ্ধে মামলা দায়েরের কথা জানান।

হলের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জালাল আহমেদ একাধিকার ঐ কক্ষে ঝামেলা পাকিয়েছেন। একাধিকারবার শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন। আহত শিক্ষার্থী এর আগে ‘মৃত্যু ঝুঁকিতে আছি’ লিখেও হল প্রভোস্ট বরাবর জানিয়েছিল।  

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।