০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নারী নিপীড়নের প্রতিবাদে গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৬ Time View

গোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২ সেপ্টেম্বর ২০২৫  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী নিপীড়নের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লিপুস থেকে মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এর আগে, গতকাল বামপন্থি সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেন। হাইকোর্ট এরপর ডাকসু স্থগিতের আদেশ দেয়। উত্তাল হয়ে ওঠে পরিবেশ। ডাকসু স্থগিতাদেশ দেওয়ায় আলী হোসেন নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কর্মসূচি আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বলেন, “নারীদের অধিকার নিয়ে কথা বলে যেই সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ৫ আগস্টের পরে এমন একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা বিগত ১৭ বছর স্বৈরাচারের সঙ্গে মিলিত হয়ে কাজ চালিয়েছে। এজন্য তারা তাদের কমিটি প্রকাশিত করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে নারীদের হেনস্তা করছে। তারা গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার  চেষ্টা করে যাচ্ছে। জামায়াত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে ফায়দা হাসিল করতে পারবে না।”

ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ ভালো কথা বললেও আপনারা তাদের প্রতিহত করেন ফেক আইডি দিয়ে। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি রাজনীতি করি ছাত্রদলের, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ এর জুলাই আন্দোলন একসঙ্গে কাজ করেছি । আবার একসঙ্গে থেকে সামনের বাংলাদেশ গড়বো। কিন্তু আপনাদের প্রতি একটা অনুরোধ, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে আপনারা সরে আসুন।”

ঢাকা/রিশাদ/মেহেদী

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নারী নিপীড়নের প্রতিবাদে গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

গোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২ সেপ্টেম্বর ২০২৫  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী নিপীড়নের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লিপুস থেকে মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এর আগে, গতকাল বামপন্থি সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেন। হাইকোর্ট এরপর ডাকসু স্থগিতের আদেশ দেয়। উত্তাল হয়ে ওঠে পরিবেশ। ডাকসু স্থগিতাদেশ দেওয়ায় আলী হোসেন নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কর্মসূচি আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বলেন, “নারীদের অধিকার নিয়ে কথা বলে যেই সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ৫ আগস্টের পরে এমন একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা বিগত ১৭ বছর স্বৈরাচারের সঙ্গে মিলিত হয়ে কাজ চালিয়েছে। এজন্য তারা তাদের কমিটি প্রকাশিত করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে নারীদের হেনস্তা করছে। তারা গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার  চেষ্টা করে যাচ্ছে। জামায়াত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে ফায়দা হাসিল করতে পারবে না।”

ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ ভালো কথা বললেও আপনারা তাদের প্রতিহত করেন ফেক আইডি দিয়ে। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি রাজনীতি করি ছাত্রদলের, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ এর জুলাই আন্দোলন একসঙ্গে কাজ করেছি । আবার একসঙ্গে থেকে সামনের বাংলাদেশ গড়বো। কিন্তু আপনাদের প্রতি একটা অনুরোধ, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে আপনারা সরে আসুন।”

ঢাকা/রিশাদ/মেহেদী