কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ২২:৫৬, ৩ সেপ্টেম্বর ২০২৫
ডা. নাজমুল হাসান আখন্দ
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসক নাজমুল হাসান আখন্দ মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের বিজরা এলাকায় নিজের প্রাইভেটকারে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত ডা. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
স্বজনরা জানান, ডা. নাজমুল হাসান চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে রোগী দেখে একাই প্রাইভেটকার চালিয়ে কুমিল্লায় ফিরছিলেন। পথে লাকসামের বিজরায় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবক তার প্রাইভেটকার ধাওয়া করেন। তারা গাড়িতে আঘাত করলে লুকিং গ্লাস ভেঙে যায়। নাজমুল হাসান দ্রুত গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে গাড়ির ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় এক যুবক তাকে কুমিল্লা নগরীর বাদুড়তলায় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানান, আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসমিন সুলতানা মরদেহ উদ্ধারের তথ্য জানান। তিনি বলেন, ‘‘সড়কে থাকা সিসিটিভির ফুটেজ দেখে আমরা জানতে পেরেছি, দুটি মোটরসাইকেল চারজন যুবক ডা. নাজমুল হাসানের প্রাইভেটকার ধাওয়া করেন।’’ তবে কেন ধাওয়া করেন তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ‘‘বিষয়টির তদন্ত চলছে। আমরাও সেটা জানার চেষ্টা করছি।’’
ডা. নাজমুল হাসানের সহকর্মী ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নাইম হোসেন জানান, ডা. নাজমুল হাসানের আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
ঢাকা/রুবেল/বকুল
Sangbad365 Admin 












