এক সপ্তাহের বেশি সময় ধরে ইন্দোনেশিয়ায় সহিংস বিক্ষোভের পর গতকাল শুক্রবার বিকেলে দেশটির পার্লামেন্টের সামনে ভোজ আয়োজন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। গতকাল দেশটিতে সরকারি ছুটি ছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজন করা ‘বনভোজন বিক্ষোভে’ কবিতা ও বই পাঠের মতো কর্মসূচি রাখা হয়। এ সময় তাঁরা রাজনীতিবিদদের ভাতা-সুবিধার সমালোচনা, আটক বিক্ষোভকারীদের মুক্তি এবং বেসামরিক নিরাপত্তা দায়িত্ব থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানান।
ইন্দোনেশিয়ার পদজাদজারান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ভিনসেন্ট থমাসের এক বক্তব্য প্রচার করে দেশটির কম্পাস টিভি। সেখানে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে বনভোজন করি, সৃজনশীল ও উদ্ভাবনীভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করি। আমরা শুধু রাগ করে চিৎকার করি না, বরং শান্ত, সৃজনশীল উপায়ে আমাদের ক্ষোভ প্রকাশ করি।’
Sangbad365 Admin 













