কিছু আমল রিজিক বৃদ্ধির কারণ হয়। যেমন—
আল্লাহকে ভয় করা (তাকওয়া): “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।” (সুরা তালাক, আয়াত: ২-৩)
সদকা করা: মহানবী (সা.) বলেছেন, “সদকা রিজিক বৃদ্ধি করে।” (মুসনাদ আহমদ, হাদিস: ২২৩৭৮)
কৃতজ্ঞতা প্রকাশ: “যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের রিজিক বৃদ্ধি করব।” (সুরা ইবরাহিম, আয়াত: ৭)
রিজিকের উপলব্ধি
আজকের ভোগবাদী সমাজে রিজিককে আমরা কেবল অর্থ ও সম্পদের মধ্যে সীমাবদ্ধ করি। কিন্তু একজন সুস্থ দেহ, মনের প্রশান্তি, সময়মতো একটি পানির গ্লাস, কিংবা সন্তানের হাসি—সবই রিজিক। এজন্য রিজিককে শুধু ভোগের বিষয় মনে না করে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখা জরুরি।
Sangbad365 Admin 













