ফিটরেটেড জানিয়েছে, তাদের হয়ে পরীক্ষা করেছে ইএমল্যাব পিঅ্যান্ডকে নামের একটি গবেষণাপ্রতিষ্ঠান। পরীক্ষায় মূলত জীবিত ব্যাকটেরিয়ার সংখ্যা মাপা হয়। আর পরিমাণের একক কলোনি-ফর্মিং ইউনিট (সিএফইউ)।
পরীক্ষায় প্রতিটি জিম থেকে তিনটি ট্রেডমিল, তিনটি এক্সারসাইজ বাইক এবং তিনটি ফ্রি-ওয়েটের নমুনা নেওয়া হয়েছিল। ফলাফলে দেখা যায়, ফ্রি-ওয়েটে জীবিত ব্যাকটেরিয়া ছিল ১১ লাখ ৫৮ হাজার ৩৮১ সিএফইউ, অন্যদিকে টয়লেট সিটে ছিল মাত্র ৩ হাজার ২০০ সিএফইউ।
কিন্তু সমস্যাটা হলো, টয়লেট সিটের সংখ্যাটি এসেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্যানিটেশন ফাউন্ডেশন (এনএসএফ) পরিচালিত একটি স্কুলে করা গবেষণা থেকে, যার উদ্দেশ্য ছিল শিশুদের বেশি স্পর্শ করা জায়গাগুলো চিহ্নিত করা। এনএসএফ-ও পরিষ্কার জানিয়েছিল, এটি ছিল কেবল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্কুলের অবস্থা, সব জায়গার নয়।