০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পাহারার দায়িত্বে ইসলামবিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৪ Time View

প্রকাশিত: ১৭:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ত্রাণ বিতরণের স্থানগুলোতে পাহারা দেওয়ার জন্য ইসলামবিদ্বেষী একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হচ্ছে। বিবিসির নিজস্ব তদন্তে বিষয়টি উঠে এসেছে।

বিবিসি নিউজ গাজায় ইউজি সলিউশনের জন্য কাজ করা ইনফিডেলস মোটরসাইকেল ক্লাবের ১০ সদস্যের পরিচয় নিশ্চিত করেছে। এই ইউজি সলিউশন হচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাইটগুলোতে নিরাপত্তা প্রদানকারী একটি বেসরকারি ঠিকাদার। জিএইচএফের সাইটগুলোতে নিরাপত্তা প্রহরীদের গুলিতে খাদ্যের সন্ধানে যাওয়া শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার বিবিসি বলেছে, “আমরা প্রকাশ করতে পারি যে এই গ্যাংয়ের সাত সদস্য ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থার সাইটগুলো তদারকি করার জন্য সিনিয়র পদে রয়েছেন।

ইউজি সলিউশনস (ইউজিএস) তাদের এই কর্মীদের যোগ্যতার পক্ষে সাফাই গেয়ে বলেছে, তাদের কর্মীদের যোগ্যতার ব্যাপারে ‘ব্যক্তিগত শখ বা কাজের দক্ষতার সাথে সম্পর্কিত নয়’ এমন কিছুর ওপর নজরদারি করে না।

২০০৬ সালে ইরাক যুদ্ধের পর ফেরত আসা মার্কিন সেনাদের মাধ্যমে বাইকার গ্রুপ ইনফিডেলস এমসি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্যরা নিজেদেরকে আধুনিক ক্রুসেডার হিসেবে দেখে। তারা ক্রুসেডার ক্রসকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। এই ক্রুসেড জেরুজালেমের নিয়ন্ত্রণের জন্য মুসলিমদের সাথে লড়াই করা মধ্যযুগীয় খ্রিস্টানদের প্রতি ইঙ্গিত করে।

এই দলটি বর্তমানে তাদের ফেসবুক পেজে মুসলিমবিরোধী ঘৃণামূলক বক্তব্য প্রচার করছে। এর আগে তারা ইসলামের পবিত্র রমজান মাসকে  ‘অবজ্ঞা করার জন্য’ ওই মাসে একটি শূকর রোস্ট উৎসব করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) এর উপ-পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেছেন, “গাজায় মানবিক সাহায্য সরবরাহের দায়িত্বে ইনফিডেলস বাইকার ক্লাবকে দেওয়া সুদানে মানবিক সাহায্য সরবরাহের দায়িত্বে কেকেকে-কে দেওয়ার মতো। এর কোনো অর্থ হয় না। এটি সহিংসতার দিকে পরিচালিত করবে এবং গাজায় আমরা ঠিক তাই ঘটতে দেখেছি।”

এই গ্যাংয়ের নেতা জনি ‘তাজ’ মুলফোর্ড মার্কিন সেনাবাহিনীর একজন সাবেক সার্জেন্ট। তাকে ঘুষ, চুরি এবং সামরিক কর্তৃপক্ষের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্রের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তিনি এখন গাজায় ইউজি সলিউশনের ‘কান্ট্রি টিম লিডার।’
 

ঢাকা/শাহেদ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পাহারার দায়িত্বে ইসলামবিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

সময়ঃ ১২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ত্রাণ বিতরণের স্থানগুলোতে পাহারা দেওয়ার জন্য ইসলামবিদ্বেষী একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হচ্ছে। বিবিসির নিজস্ব তদন্তে বিষয়টি উঠে এসেছে।

বিবিসি নিউজ গাজায় ইউজি সলিউশনের জন্য কাজ করা ইনফিডেলস মোটরসাইকেল ক্লাবের ১০ সদস্যের পরিচয় নিশ্চিত করেছে। এই ইউজি সলিউশন হচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাইটগুলোতে নিরাপত্তা প্রদানকারী একটি বেসরকারি ঠিকাদার। জিএইচএফের সাইটগুলোতে নিরাপত্তা প্রহরীদের গুলিতে খাদ্যের সন্ধানে যাওয়া শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার বিবিসি বলেছে, “আমরা প্রকাশ করতে পারি যে এই গ্যাংয়ের সাত সদস্য ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থার সাইটগুলো তদারকি করার জন্য সিনিয়র পদে রয়েছেন।

ইউজি সলিউশনস (ইউজিএস) তাদের এই কর্মীদের যোগ্যতার পক্ষে সাফাই গেয়ে বলেছে, তাদের কর্মীদের যোগ্যতার ব্যাপারে ‘ব্যক্তিগত শখ বা কাজের দক্ষতার সাথে সম্পর্কিত নয়’ এমন কিছুর ওপর নজরদারি করে না।

২০০৬ সালে ইরাক যুদ্ধের পর ফেরত আসা মার্কিন সেনাদের মাধ্যমে বাইকার গ্রুপ ইনফিডেলস এমসি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্যরা নিজেদেরকে আধুনিক ক্রুসেডার হিসেবে দেখে। তারা ক্রুসেডার ক্রসকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। এই ক্রুসেড জেরুজালেমের নিয়ন্ত্রণের জন্য মুসলিমদের সাথে লড়াই করা মধ্যযুগীয় খ্রিস্টানদের প্রতি ইঙ্গিত করে।

এই দলটি বর্তমানে তাদের ফেসবুক পেজে মুসলিমবিরোধী ঘৃণামূলক বক্তব্য প্রচার করছে। এর আগে তারা ইসলামের পবিত্র রমজান মাসকে  ‘অবজ্ঞা করার জন্য’ ওই মাসে একটি শূকর রোস্ট উৎসব করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) এর উপ-পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেছেন, “গাজায় মানবিক সাহায্য সরবরাহের দায়িত্বে ইনফিডেলস বাইকার ক্লাবকে দেওয়া সুদানে মানবিক সাহায্য সরবরাহের দায়িত্বে কেকেকে-কে দেওয়ার মতো। এর কোনো অর্থ হয় না। এটি সহিংসতার দিকে পরিচালিত করবে এবং গাজায় আমরা ঠিক তাই ঘটতে দেখেছি।”

এই গ্যাংয়ের নেতা জনি ‘তাজ’ মুলফোর্ড মার্কিন সেনাবাহিনীর একজন সাবেক সার্জেন্ট। তাকে ঘুষ, চুরি এবং সামরিক কর্তৃপক্ষের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্রের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তিনি এখন গাজায় ইউজি সলিউশনের ‘কান্ট্রি টিম লিডার।’
 

ঢাকা/শাহেদ