২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশ্যে ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলে আহ্বান জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সে সময় কেউ কাউকে ছেড়ে যাননি।
পরবর্তীতে এই আহ্বান ‘ঐতিহাসিক’ হিসেবে ছড়িয়ে পড়ে।
কিন্তু সম্প্রতি সেই বক্তব্যকে ব্যঙ্গ করে সাত-আটজন তরুণ একটি ভিডিও বানিয়েছেন। যা মুহূর্তেই সমালোচনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকের মতে, এটি প্রচণ্ড বিদ্বেষের বহিঃপ্রকাশ ও বিকৃত মানসিকতার কাজ।
তাদের দাবি, আবিদুল ইসলামের সেই আহ্বান শুধু জনতাকে নয়, পুরো জাতিকে অনুপ্রেরণা দিয়েছিল। তাই সেটিকে ব্যঙ্গ করা মানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করা।
ভিডিওতে অংশ নেওয়া তরুণদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে অংশ নেওয়া আবিদুল ইসলাম খান নিজের ফেসবুকে লিখেছেন, পাঁচজন শহীদের রক্তে ভেজা ঐতিহাসিক এই লাইনটুকুও শিবিরের উগ্রতা থেকে রেহাই পায়নি। আমি বিশ্বাস করি, এই উগ্রতায় পুরো জাতি লজ্জিত হবে।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী নিন্দা জানিয়েছেন। শামসুদ্দিন নামে একজন লিখেছেন, নিন্দা জানিয়ে রাখলাম। আমি ব্যক্তিগতভাবে আবিদুলের সমর্থক না। কিন্তু তিনি জুলাইযোদ্ধা, তার অপমান মানে আমাদের অপমান।
নুর নবী হাসান নামে আরেকজন মন্তব্য করেছেন, জুলাইকে যারা অবমাননা করে ভিডিও বানাইছে, তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।
এনডি
Sangbad365 Admin 













