প্রকাশিত: ১৭:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫
নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন না। ছয় মাসের মধ্যে তিনি নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
শুক্রবার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য রাখেন সুশীলা কার্কি। তিনি জানান, আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের পর নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।
তিনি বলেন, “আমি এই পদের জন্য আগ্রহী ছিলাম না। রাস্তা থেকে আসা কণ্ঠস্বরের পরই আমাকে তা গ্রহণ করতে বাধ্য করা হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমের উপর নিষেধাজ্ঞার ফলে নেপালে ৮ সেপ্টেম্বর গণবিক্ষোভ শুরু হয়। দুই দিন ধরে সহিংসতার সময় রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং সংসদে আগুন লাগানো হয়। পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা এখন ৭২ জনে পৌঁছেছে, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।
সুশীলা কার্কি বলেছেন, “আমাদের জেন-জি প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে। এই গোষ্ঠী যা দাবি করছে তা হল দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা।”
ঢাকা/শাহেদ