প্রকাশিত: ২৩:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ২৩:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৭ রান করে। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
এই জয়ে তিন ম্যাচের দুটিতে জিতে সুপার ফোর প্রায় নিশ্চিত করলো ভারত। শেষ ম্যাচে শুক্রবার তারা ওমানের মুখোমুখি হবে।
পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে তিনটি উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। যে কয়জন ব্যাট করতে নামেন তারা প্রত্যেকেই দুই অঙ্কের কোটায় রান করেন। তার মধ্যে অধিনায়ক সূর্যকুমার যাদব ৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র ১৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৩১ রান। এছাড়া তিলক ভার্মা ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলে যান। বাকিদের মধ্যে শুভমান গিল ১০ ও শিভম দুবে অপরাজিত ১০ রান করেন।
বল হাতে পাকিস্তানের সাইম আইয়ুব ৪ ওভারে ৩৫ রান দিয়ে ভারতের তিনটি উইকেটই নেন।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির টর্নেডো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা।
ব্যাট হাতে পাকিস্তানের শাহিবজাদা ফারহান ৪৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৪০ রান। মাত্র ১৬ বলে ৪ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন শাহীন। তার স্ট্রাইক রেট ছিল ২০৬.২৫। ফখর জামান করেন ৩ চারে ১৭ রান। এছাড়া ফাহিম আশরাফ ১১ ও সুফিয়ান মুকিম করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রানে নেন আরও দুটি উইকেট।
ঢাকা/আমিনুল