০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ২৩:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আসছে এক নতুন অধ্যায়। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন তিনি।

ইতোমধ্যেই বাংলাদেশ টেস্টে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বাধিক রান সংগ্রাহক মুশফিক। এখন পর্যন্ত ৯৮ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৩২৮ রান, গড় ৩৮.১২। লাল বলের ক্রিকেটে রয়েছে ১২টি শতক, ২৭টি অর্ধশতক এবং তিনটি ডাবল সেঞ্চুরি। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে অভিষেকের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে আছেন তিনি।

আসন্ন সিরিজের সূচিও ঘোষণা হয়েছে। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা মুশফিকের শততম টেস্ট হওয়ার সম্ভাবনা জোরালো করেছে।

প্রথমে দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে তারা দুটি টেস্ট খেলতেই রাজি হয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ঢাকায় ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ম্যাচের পর ২ ডিসেম্বর হবে শেষ টি-টোয়েন্টি।

এর আগে অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে বাংলাদেশে। ক্যারিবীয়দের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে টাইগাররা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।

ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় দলের আন্তর্জাতিক খেলা নেই। সে সময়ে আয়োজন হতে পারে বিপিএল। এরপর ফেব্রুয়ারিতেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ।

ঢাকা/আমিনুল

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

সময়ঃ ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২৩:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আসছে এক নতুন অধ্যায়। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন তিনি।

ইতোমধ্যেই বাংলাদেশ টেস্টে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বাধিক রান সংগ্রাহক মুশফিক। এখন পর্যন্ত ৯৮ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৩২৮ রান, গড় ৩৮.১২। লাল বলের ক্রিকেটে রয়েছে ১২টি শতক, ২৭টি অর্ধশতক এবং তিনটি ডাবল সেঞ্চুরি। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে অভিষেকের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে আছেন তিনি।

আসন্ন সিরিজের সূচিও ঘোষণা হয়েছে। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা মুশফিকের শততম টেস্ট হওয়ার সম্ভাবনা জোরালো করেছে।

প্রথমে দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে তারা দুটি টেস্ট খেলতেই রাজি হয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ঢাকায় ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ম্যাচের পর ২ ডিসেম্বর হবে শেষ টি-টোয়েন্টি।

এর আগে অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে বাংলাদেশে। ক্যারিবীয়দের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে টাইগাররা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।

ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় দলের আন্তর্জাতিক খেলা নেই। সে সময়ে আয়োজন হতে পারে বিপিএল। এরপর ফেব্রুয়ারিতেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ।

ঢাকা/আমিনুল