মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা নাগরিকদের পুশ-ইনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের টহলদল তাদের সীমান্তের ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু।
বিজিবি সূত্রে জানা গেছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় আটক হওয়ার পর, তাদের বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয়।
মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আরও জানান, ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হলে বিজিবির টহলদল দ্রুত তাদের উদ্ধার করে। বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিবিবি/এসআরএস
Sangbad365 Admin 














