১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের মিছিলে নেতৃত্ব-বিস্ফোরণ অভিযোগে গ্রেপ্তার শিক্ষক কারাগারে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৩ Time View

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান ও গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এসএম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠানো হয়েছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এদিন এসএম আশরাফুলকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে গ্রেপ্তার রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। পরে আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফার্মগেট এলাকা থেকে আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল বের করে। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় একই দিন তেজগাঁও থানার এসআই একেএম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

কেআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আ.লীগের মিছিলে নেতৃত্ব-বিস্ফোরণ অভিযোগে গ্রেপ্তার শিক্ষক কারাগারে

সময়ঃ ১২:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান ও গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এসএম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠানো হয়েছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এদিন এসএম আশরাফুলকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে গ্রেপ্তার রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। পরে আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফার্মগেট এলাকা থেকে আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল বের করে। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় একই দিন তেজগাঁও থানার এসআই একেএম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

কেআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।