ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার হাজীপাড়া মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ও হাসিবুলকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম বলে, ‘‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।’’
ঢাকা/হিমেল/রাজীব
Sangbad365 Admin 














