বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন।
শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বাংলানিউজকে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বলেন, উনি (রেজাউদ্দিন স্টালিন) আজকে মন্ত্রণালয়ে যোগদান করেছেন।
কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ বোরহান উদ্দিন আহমেদ এবং মাতা রেবেকা সুলতানা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের পতন হলে কিছুদিনের মাথায় মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর সে বছরের ৯ সেপ্টেম্বর এ পদে নিয়োগ দেওয়া হয় নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে।
কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
এমআইএইচ/এইচএ/
Sangbad365 Admin 














