এশিয়া কাপের এবারের আসরে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সুপার ফোরের প্রথম ম্যাচেও একই প্রতিপক্ষকে পরাজিত করে দারুণ সূচনা করলো সূর্যকুমার যাদবের দল।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ১৭১ রান। লক্ষ্য তাড়ায় নামা ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই।
রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৯.৪ ওভারেই দলীয় সংগ্রহ চলে যায় তিন অঙ্কে। ১০৫ রানের এই উদ্বোধনী জুটি ভাঙে গিলের বিদায়ে। ২৮ বলে ৮টি চারে তিনি করেন ৪৭ রান। নতুন নামা সূর্যকুমার যাদব অবশ্য হতাশ করেন। মাত্র ৩ বল খেলে শূন্য রানে বিদায় নেন দলীয় ১০৬ রানে।
এরপর অভিষেকও ফিরেন ১২৩ রানে। তিনি খেলেন ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রানের দারুণ ইনিংস। এরপর সঞ্জু স্যামসন যোগ করেন ১৩ রান। কিন্তু বাকিটা পথ নির্বিঘ্নে পাড়ি দেন তিলক ভার্মা (অপরাজিত ৩০) ও হার্দিক পান্ডিয়া (অপরাজিত ৭)।
পাকিস্তানের হয়ে হারিস রউফ সবচেয়ে কার্যকর ছিলেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা খুব একটা খারাপ ছিল না। তবে ২১ রানে ফখর জামান (১৫) ফিরতেই কিছুটা ধাক্কা খায় দল। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব গড়ে তোলেন ৭২ রানের জুটি। তখন মনে হচ্ছিল বড় সংগ্রহই পাবে পাকিস্তান।
কিন্তু ৯৩ রানে সাইম (২১), ১১০ রানে হোসাইন তালাত (১০) ও ১১৫ রানে ফারহান আউট হয়ে গেলে রানের গতি মন্থর হয়ে যায়। ফারহান অবশ্য খেলেন অসাধারণ এক ইনিংস। ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৮ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ (২১), সালমান আলি আগা (অপরাজিত ১৭) ও ফাহিম আশরাফের (অপরাজিত ২০) ব্যাটে ভর করে ১৭১ রানের সম্মানজনক সংগ্রহে পৌঁছায় পাকিস্তান।
বল হাতে ভারতের শিভম দুবে নেন ২ উইকেট (৪ ওভারে ৩৩ রান), হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ঝুলিতে ভরেন একটি করে উইকেট।
সুপার ফোরে মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর বুধবার বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ও শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শেষ হবে সুপার ফোর পর্বের লড়াই।
Sangbad365 Admin 














