এই টার্মিনালেই বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচির অনুমতি নিয়েছিলেন বিএনপি সমর্থকেরা। তিন শতাধিক নেতা–কর্মী সেখানে জড়ো হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য অতিথিদের নিউইয়র্কে স্বাগত জানিয়ে স্লোগান দেন। একপর্যায়ে নেতা–কর্মীদের একটি বড় অংশ যে যার মতো করে চলে যান। এর মধ্যে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের হেনস্তার মুখে পড়েন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিকেল চারটা পর্যন্ত আমাদের কর্মসূচির অনুমতি ছিল। পরে আমরা জানতে পারি, যাঁদের কূটনৈতিক পাসপোর্ট আছে, তাঁরা ভিআইপি এক্সিট দিয়ে চলে গেছেন। অন্য যাঁরা নেতৃবৃন্দ আছেন, তাঁরা সাধারণ এক্সিট দিয়ে বের হন। কনস্যুলেটের কর্মকর্তাদের মাধ্যমে আমাদের বলা হয়, অতিথিরা সবাই চলে গেছেন। আশপাশে দু–চারজন আওয়ামী লীগের লোক দেখে আমি কিছুটা সন্দিহান হয়ে এলাকায় থেকে যাই। তারপরই দেখি, পার্কিং লটে ওরা গাড়ির সামনে শুয়ে আছেন। আমি ফখরুল ইসলাম আলমগীরকে নিরাপদ রাখার জন্য সবাইকে কোনো কিছু না করার জন্য আহ্বান জানাই। আওয়ামী লীগ সমর্থকেরা সেই সম্মান রাখেন।’
Sangbad365 Admin 













