ট্রাম্প তাঁর পোস্টে রাশিয়ার সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, রাশিয়া লক্ষ্যহীনভাবে এ লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের দেখে ‘কাগুজে বাঘ’ মনে হচ্ছে। কাগুজে বাঘ বলতে এমন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, যা দেখতে ভয়ংকর মনে হলেও আদতে তেমন কোনো হুমকি তৈরি করতে পারে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এ আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে বর্ণনা করেছিল।
ট্রাম্প বলেন, একটি ‘সত্যিকারের সামরিক শক্তি’ এ যুদ্ধ জিততে এক সপ্তাহের কম সময় নিত।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেন তাদের দেশকে মূল আকারে ফেরত নিতে সক্ষম হবে। কে জানে, হয়তো ওই সীমানা ছাড়িয়েও যেতে পারে। পুতিন ও রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় রয়েছে, আর সময় এখন ইউক্রেনের ব্যবস্থা গ্রহণের।’
ট্রাম্প তাঁর পোস্ট শেষ করেন এভাবে, ‘যেকোনো পরিস্থিতিতে, আমি উভয় দেশের শুভকামনা করি। আমরা ন্যাটোকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব, ন্যাটো সে অস্ত্র দিয়ে কী করবে, সেটা তাদের বিষয়। সবার জন্য শুভকামনা!’
Sangbad365 Admin 












