০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না: ফরহাদ হালিম

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৩৫ Time View

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫  

জিয়াউর রহমানের সমাধিতে ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, “সামনের নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন- কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না। অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

ডোনার বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কোন জায়গায় কী অবস্থা হবে, নির্বাচন হবেই, পিআর বলেন আর অন্য সিস্টেম বলেন, এগুলো কিছুই হবে না। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হবে। পুরো জাতি চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন।”

প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। স্বচ্ছ ব্যক্তি যাদের মধ্যে দুর্নীতির কোনো স্পর্শ নাই এবং গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, ওই ধরনের লোককে দল বাছাই করে মনোনয়ন দেবে।”

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোরশেদ হাসান খান, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না: ফরহাদ হালিম

সময়ঃ ১২:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫  

জিয়াউর রহমানের সমাধিতে ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, “সামনের নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন- কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না। অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

ডোনার বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কোন জায়গায় কী অবস্থা হবে, নির্বাচন হবেই, পিআর বলেন আর অন্য সিস্টেম বলেন, এগুলো কিছুই হবে না। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হবে। পুরো জাতি চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন।”

প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। স্বচ্ছ ব্যক্তি যাদের মধ্যে দুর্নীতির কোনো স্পর্শ নাই এবং গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, ওই ধরনের লোককে দল বাছাই করে মনোনয়ন দেবে।”

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোরশেদ হাসান খান, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি