আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক দলের নেতৃত্বে পরিবর্তন।
অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার।
দলে নতুনদের প্রাধান্য থাকলেও আছে অভিজ্ঞতাও। স্কোয়াডে রয়েছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারীর মতো তরুণরা। উইকেটের পেছনে জাকের আলির সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান।
স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। পেস ইউনিটে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে দলের নিয়মিত মুখ লিটন দাসকে নিয়ে শঙ্কা ছিল। পাঁজরের ইনজুরিতে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন না, আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি প্রমাণ হলো। বিসিবি নিয়মিত অধিনায়ককে আফগান সিরিজে বিশ্রাম দিচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়।
বাংলাদেশ স্কোয়াড: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
এফবি/এমএইচএম
Sangbad365 Admin 













