০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ নভেম্বর ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৩৭ Time View
ফাইল ফটো

ঢাকা: উগ্র ডানপন্থি শক্তির আস্ফালন প্রতিরোধ এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে গণআন্দোলনের ধারায় বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে ১৪ নভেম্বর (শুক্রবার) ঢাকায় জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ কথা জানান।

সিপিবি নেতারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা, বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়া, নারী বিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ, সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ, বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা-ক্ষতিপূরণ নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরে জাতীয় সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

নেতারা দেশের সব বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক-সাংস্কৃতিক-সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠনগুলোসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সমাবেশ সামনে রেখে রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে দেশব্যাপী জেলা, উপজেলায় কর্মীসভা-হাটসভা-পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

১৪ নভেম্বর ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ

সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ফটো

ঢাকা: উগ্র ডানপন্থি শক্তির আস্ফালন প্রতিরোধ এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে গণআন্দোলনের ধারায় বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে ১৪ নভেম্বর (শুক্রবার) ঢাকায় জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ কথা জানান।

সিপিবি নেতারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা, বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়া, নারী বিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ, সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ, বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা-ক্ষতিপূরণ নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরে জাতীয় সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

নেতারা দেশের সব বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক-সাংস্কৃতিক-সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠনগুলোসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সমাবেশ সামনে রেখে রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে দেশব্যাপী জেলা, উপজেলায় কর্মীসভা-হাটসভা-পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।