নাজমুল-মাহমুদা দম্পতির দুই মেয়ে—বড় মেয়ে একাদশ শ্রেণির ও ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্বপ্না বলেন, দুই মেয়ের জন্য বেঁচে থাকতে চান তিনি। নাজমুল হক বলেন, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তিনি নিজেও হৃদ্রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এমন অবস্থায় স্ত্রীর চিকিৎসা সহায়তার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন নাজমুল।
মাহমুদার জন্য সহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়—মো. নাজমুল হক, হিসাব নম্বর: ২৫৮১৫১০০২৫১১১, ডাচ্-বাংলা ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা, রাউটিং নম্বর ০৯০২৬৩২৮৬। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও ০১৭১৬-৪৫১৭৯২ (বিকাশ ও নগদ)।
Sangbad365 Admin 













