০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমরা নির্বাচনের পাইপলাইনে ঢুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে: বজলুল করিম

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৬০৪০ Time View
তারেক রহমানের নির্দেশে অনুদানের চেক পৌঁছে দিচ্ছেন বজলুল করিম চৌধুরী আবেদ

নোয়াখালী: নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, আমরা নির্বাচনের পাইপলাইনে ডুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে। ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের জনগণের সরকার গঠন করতে পারবে।

যে সংগঠনগুলো ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছে, তারা দুই একটা ইস্যু নিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে, আমরা মনে করি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অচিরেই নির্বাচনী রোডম্যাপে যোগ দেবে, যোগ করেন আবেদ।

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর-৫ আসনের (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) ২০টির বেশি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এসব কথা বলেন। বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ আরও বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, ত্যাগ-তিতিক্ষা করছেন। যারা পরিচ্ছন্ন, মানুষের কাছে জনপ্রিয় এবং আদর্শিক অবস্থানে আছেন, তাদেরই বিএনপি মনোনয়ন দেবে।

তিনি বলেন, সংস্কার চলছে, বিচার চলছে। সামনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। আর এ অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে যদি ক্ষমতায় আসার সুযোগ দেয়, তাহলে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেই ৩১ দফা অনুযায়ী দেশ চালাবে।

বিএনপির ৩১ দফাকে এদেশের মুক্তির ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার সনদ দাবি করে তিনি বলেন, আমরা আশা রাখব, এ অঞ্চলের মানুষ বিএনপিকে তাদের ভালোবাসায় আবদ্ধ করে আগামী নির্বাচনে ক্ষমতায় বসাবে।

এছাড়া তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলায় বেশ কয়েকটি বাজারে গণসংযোগ করেন।

এসময় বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ এম সামছুদ্দিন হায়দারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

আমরা নির্বাচনের পাইপলাইনে ঢুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে: বজলুল করিম

সময়ঃ ১২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
তারেক রহমানের নির্দেশে অনুদানের চেক পৌঁছে দিচ্ছেন বজলুল করিম চৌধুরী আবেদ

নোয়াখালী: নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, আমরা নির্বাচনের পাইপলাইনে ডুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে। ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের জনগণের সরকার গঠন করতে পারবে।

যে সংগঠনগুলো ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছে, তারা দুই একটা ইস্যু নিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে, আমরা মনে করি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অচিরেই নির্বাচনী রোডম্যাপে যোগ দেবে, যোগ করেন আবেদ।

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর-৫ আসনের (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) ২০টির বেশি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এসব কথা বলেন। বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ আরও বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, ত্যাগ-তিতিক্ষা করছেন। যারা পরিচ্ছন্ন, মানুষের কাছে জনপ্রিয় এবং আদর্শিক অবস্থানে আছেন, তাদেরই বিএনপি মনোনয়ন দেবে।

তিনি বলেন, সংস্কার চলছে, বিচার চলছে। সামনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। আর এ অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে যদি ক্ষমতায় আসার সুযোগ দেয়, তাহলে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেই ৩১ দফা অনুযায়ী দেশ চালাবে।

বিএনপির ৩১ দফাকে এদেশের মুক্তির ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার সনদ দাবি করে তিনি বলেন, আমরা আশা রাখব, এ অঞ্চলের মানুষ বিএনপিকে তাদের ভালোবাসায় আবদ্ধ করে আগামী নির্বাচনে ক্ষমতায় বসাবে।

এছাড়া তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলায় বেশ কয়েকটি বাজারে গণসংযোগ করেন।

এসময় বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ এম সামছুদ্দিন হায়দারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।