সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত পার হওয়ার সময় আটক পাঁচ নারী ও ছয় শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তারা সবাই খুলনার কয়রা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি রাতেই জিডি করে তাদের সাতক্ষীরা সদর থানায় পাঠিয়ে দেয়, যেখানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেক পোস্ট পার হওয়ার সময় এই ১৫ বাংলাদেশিকে ধরে ফেলে বিএসএফ। সম্প্রতি সাতক্ষীরার এই সীমান্ত এলাকাসহ ঝিনাইদহ ও মেহেরপুরের সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের আটক এবং বিজিরি কাছে হস্তান্তরের ঘটনা রয়েছে।
সবশেষ আটক হওয়া ১৫ ব্যক্তির মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭) ও তার ছেলে মিলন গাজী (১৯), খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালী গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), সবুজ মোড়লের স্ত্রী রেশমা খাতুন (২২) ও তাদের মেয়ে রাজিয়া খাতুন (০৭), কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফারুল ইসলাম (৩৮), জাফারুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮) এবং তাদের ছেলে জামশেদ আলী (১২) ও মেয়ে জীম সুলতানা (০৩)।
আটক অন্য ছয়জন হলেন: কয়রা উপজেলারই ৪ নম্বর কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা (৪৪) ও তাদের মেয়ে আছিয়া খাতুন (১১), মহারাজপুর গ্রামের মৃত জিয়াদ আলী গাজীর ছেলে মো. আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৩৮) ও তাদের ছেলে সোহান গাজী (৫)।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাকিমপুর চেক পোস্ট পার হওয়ার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়েন। বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক করা ব্যক্তিদের বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক আটক ১৫ বাংলাদেশিকে তার থানায় পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছন, নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে স্বজনদের ডেকে বুঝিয়ে দেওয়া হবে তাদের।
২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত অতিক্রম করার সময় পশ্চিমবঙ্গের হাকিমপুর চেক পোস্টে বিএসএফের হাতে আটক হন ১০ বাংলাদেশি, যাদের ২৪ সেপ্টেম্বর বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
একই মাসে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পার হওয়ার সময় আটক ছয় বাংলাদেশিকে ২২ সেপ্টেম্বর ফিরিয়ে দেয় বিএসএফ। তার আগে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত পার হওয়ার সময় আটক ১৮ জনকে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
Sangbad365 Admin 













