যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০১:০৬, ২ অক্টোবর ২০২৫
অভয়নগরে বিস্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার সন্ধ্যায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা হয়।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বন্দরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও এল তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা হয়েছে, যাতে তাদের তিনজন কর্মচারী আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলায় চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে দুটি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। একটি ককটেল প্রতিষ্ঠানের ভেতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন(৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।
এর কিছুসময় পর নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
এর আগে গত ১৮ জুলাই নওয়াপাড়া গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান সুফলা ভবনে বোমা হামলা হয়, ওই ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা যেন পিছুই ছাড়ছে না বন্দরশহর নওয়াপাড়া ও অভয়নগর উপজেলার। হামলা, পাল্টা হামলা, গুলি করে ও কুপিয়ে হত্যার বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে অভয়নগরে। এ ছাড়া বিএনপির আন্তর্কোন্দলেও গ্রুপি-ভিত্তিক সংঘাতের খবর রয়েছে।
ঢাকা/রিটন/রাসেল
Sangbad365 Admin 













