প্রকাশিত: ২৩:০৪, ৩ অক্টোবর ২০২৫
ফ্রান্স ফুটবলের জীবন্ত কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিলেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথমবারের মতো আলজেরিয়া জাতীয় দলের হয়ে ডাক পেলেন এই গোলরক্ষক। আর সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করার দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের স্বপ্ন নিয়ে নামছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী লুকা একসময় ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে সিনিয়র দলে ডাক পাননি কখনও। বাবার শিকড়ের সূত্র ধরে তিনি আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। কয়েক সপ্তাহ আগেই ফিফা তার জাতীয় দল পরিবর্তনের আবেদন অনুমোদন দেয়। এর পরপরই সুযোগ এলো আলজেরিয়ার জার্সি গায়ে চাপানোর।
বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় বিভাগ ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন লুকা। এবার আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ তাকে ডেকেছেন ২৬ সদস্যের স্কোয়াডে। অক্টোবরের ৯ তারিখ সোমালিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে নামবে আলজেরিয়া। দুই ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা।
গ্রুপে ইতিমধ্যেই চার পয়েন্টে এগিয়ে রয়েছে আলজেরিয়া। ফলে লুকার অভিষেক হতে পারে বিশ্বমঞ্চে ওঠার এক অবিস্মরণীয় অভিযানের সূচনায়।
জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। ১৯৯৮ সালে দেশকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা, আবার ২০০৬ সালের ফাইনালে রেড কার্ড নিয়ে বিদায় নিয়েছিলেন নাটকীয়ভাবে। সেই জিদানের ছেলেই এবার ভিন্ন পতাকার নিচে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন।
আলজেরিয়া চারবার বিশ্বকাপ খেলেছে, সর্বশেষ ২০১৪ সালে পৌঁছেছিল শেষ ষোলোয়। লুকার যোগদান তাদের সামনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। অনেকেই মনে করছেন- জিদানের ছেলের হাত ধরেই হয়তো আবারও বিশ্বকাপের মঞ্চে গর্জে উঠবে আলজেরিয়া।
ঢাকা/আমিনুল
Sangbad365 Admin 













