জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৫, ৪ অক্টোবর ২০২৫
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) আয়োজিত “বিশ্ব সমুদ্র দিবস প্যারালাল ইভেন্ট ২০২৫”-এ অংশগ্রহণ করেছেন।
শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএমও প্রতি বছর মনোনীত দেশে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকেরা এতে অংশগ্রহণ করেন। আগামী বছর এই সম্মেলন দক্ষিণ কোরিয়ার সিউলে হবে।
সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনায় সমুদ্র ও নৌপরিবহন খাতসংক্রান্ত নীতিনির্ধারণী ও প্রযুক্তিগত নানা বিষয় উঠে আসে।
উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন “সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই মহাসাগর ব্যবস্থাপনা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বিশেষ করে উন্নয়নশীল ও বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কৌশল গ্রহণের প্রয়োজনিয়তা তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি (ব্লু ইকোনমি) বিকাশে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি।”
প্যানেল আলোচনার পাশাপাশি উপদেষ্টা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের নৌপরিবহন খাতের সাম্প্রতিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আসন্ন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিল নির্বাচন (ডিসেম্বর ২০২৫)-এ ‘সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে সমর্থন আদায়ে তিনি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ঢাকা/এএএম//
Sangbad365 Admin 













