নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৯, ৫ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন- এখন টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মোহাম্মদ পারভেজ। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, শনিবার (৪ অক্টোবর) স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে রবিবার সকালে জঙ্গল সলিমপুরে যান এখন টিভির টিম। সেখানে পৌঁছার পর কয়েকটি সিএনজি চালিত ট্যাক্সিতে এসে দুর্বৃত্তরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
এতে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন ক্যামেরাপার্সন পারভেজ। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, “সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
এর আগে, শনিবার (৪ অক্টোবর) ভোরে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/মেহেদী
Sangbad365 Admin 













