০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেভিয়ার মাঠে বার্সেলোনার ভরাডুবি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৬০১০ Time View

প্রকাশিত: ২৩:১৬, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২৩:৩৫, ৫ অক্টোবর ২০২৫

লা লিগায় এবার যে ধারায় এগোচ্ছিল বার্সেলোনা, তাতে অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়নরাই হয়তো আবার শীর্ষে ফিরবে। কিন্তু আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে সেই আশা ভেঙে চুরমার হয়ে গেল। ৪-১ গোলের বড় পরাজয়ে লজ্জায় ডুবল হানসি ফ্লিকের দল। শেষ হয়ে গেল তাদের অপরাজিত থাকার ধারা।

ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বার্সেলোনা। মাত্র ১৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে রোনাল্ড আরাউখোর সঙ্গে বলের লড়াইয়ে পড়ে যান সেভিয়ার ফরোয়ার্ড আইজাক রোমেরো। রেফারি দ্বিধাহীনভাবে বাঁশি বাজান পেনাল্টির জন্য। সাবেক আর্সেনাল তারকা আলেক্সিস সানচেজ ঠান্ডা মাথায় গোলরক্ষক ভইচেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় সেভিয়া (১-০)।

এরপরও বার্সা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারেনি। ৩৭তম মিনিটে আবারও আলোচনায় রোমেরো। দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে পেদ্রির দারুণ লফে বল পেয়ে মার্কাস র‍াশফোর্ড এক চমৎকার গোল করে ব্যবধান কমান (২–১)। প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার ক্ষীণ আশার আলো জ্বেলে।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছুটা নিয়ন্ত্রণ নিলেও গোলপথে খুঁজে পায়নি ছন্দ। ৭৬তম মিনিটে ভাগ্য হেসে উঠেছিল। আলেহান্দ্রো বালদেকে ফাউল করেন আদনান জানুজাই, পেনাল্টি পায় অতিথিরা। কিন্তু দায়িত্বে থাকা রবার্ট লেভানডোভস্কি বল পাঠালেন পোস্টের বাইরে! সুযোগ হারিয়ে মনোবলও যেন হারিয়ে ফেলে বার্সেলোনা।

শেষ ১০ মিনিটে যেন ভেঙে পড়ে বার্সেলোনার রক্ষণ। প্রথমে হোসে অ্যাঞ্জেল কারমোনা, তারপর আকর অ্যাডামস গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন ৪-১ ব্যবধানে।

এই পরাজয়ে লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হারালো বার্সেলোনা। ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

ঢাকা/আমিনুল

ট্যাগঃ

সেভিয়ার মাঠে বার্সেলোনার ভরাডুবি

সময়ঃ ১২:০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ২৩:১৬, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২৩:৩৫, ৫ অক্টোবর ২০২৫

লা লিগায় এবার যে ধারায় এগোচ্ছিল বার্সেলোনা, তাতে অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়নরাই হয়তো আবার শীর্ষে ফিরবে। কিন্তু আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে সেই আশা ভেঙে চুরমার হয়ে গেল। ৪-১ গোলের বড় পরাজয়ে লজ্জায় ডুবল হানসি ফ্লিকের দল। শেষ হয়ে গেল তাদের অপরাজিত থাকার ধারা।

ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বার্সেলোনা। মাত্র ১৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে রোনাল্ড আরাউখোর সঙ্গে বলের লড়াইয়ে পড়ে যান সেভিয়ার ফরোয়ার্ড আইজাক রোমেরো। রেফারি দ্বিধাহীনভাবে বাঁশি বাজান পেনাল্টির জন্য। সাবেক আর্সেনাল তারকা আলেক্সিস সানচেজ ঠান্ডা মাথায় গোলরক্ষক ভইচেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় সেভিয়া (১-০)।

এরপরও বার্সা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারেনি। ৩৭তম মিনিটে আবারও আলোচনায় রোমেরো। দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে পেদ্রির দারুণ লফে বল পেয়ে মার্কাস র‍াশফোর্ড এক চমৎকার গোল করে ব্যবধান কমান (২–১)। প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার ক্ষীণ আশার আলো জ্বেলে।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছুটা নিয়ন্ত্রণ নিলেও গোলপথে খুঁজে পায়নি ছন্দ। ৭৬তম মিনিটে ভাগ্য হেসে উঠেছিল। আলেহান্দ্রো বালদেকে ফাউল করেন আদনান জানুজাই, পেনাল্টি পায় অতিথিরা। কিন্তু দায়িত্বে থাকা রবার্ট লেভানডোভস্কি বল পাঠালেন পোস্টের বাইরে! সুযোগ হারিয়ে মনোবলও যেন হারিয়ে ফেলে বার্সেলোনা।

শেষ ১০ মিনিটে যেন ভেঙে পড়ে বার্সেলোনার রক্ষণ। প্রথমে হোসে অ্যাঞ্জেল কারমোনা, তারপর আকর অ্যাডামস গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন ৪-১ ব্যবধানে।

এই পরাজয়ে লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হারালো বার্সেলোনা। ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

ঢাকা/আমিনুল