প্রকাশিত: ২৩:১১, ৮ অক্টোবর ২০২৫ আপডেট: ২৩:১২, ৮ অক্টোবর ২০২৫
নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার (০৮ অক্টোবর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েদের তারা হারিয়েছে ১০৭ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৭৬ রানেই হারিয়ে বসে ৭ উইকেট। ধ্বংস্তুপের উপর দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করেন বেথ মুনি। আর অপরাজিত হাফ সেঞ্চুরি করেন অ্যালানা কিং। তাদের দুজনের ব্যাটে ভর করে ৯ উইকেটে ২২১ রান তোলে অজি মেয়েরা। মুনি ১১৪ বলে ১১ চারে করেন ১০৯ রান। আর অ্যালানা ৩টি চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫১ রান। তারা দুজন নবম উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। যা নারী ক্রিকেটের ইতিহাসে এই জুটিতে সর্বোচ্চ।
বল হাতে পাকিস্তানের নাশরা সান্ধু ১০ ওভারে ৩৭ রানে ৩টি উইকেট নেন। রামিন শামিম ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে ২টি ও ফাতিমা সানা ১০ ওভারে ১ মেডেনসহ ৪৯ রানে নেন ২টি উইকেট।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের মেয়েরাও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়। পাকিস্তানের সিদরা আমিন ৫ চারে সর্বোচ্চ ৩৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন রামিন শামীম।
বল হাতে অস্ট্রেলিয়ার কিম গার্থ ৬ ওভারে ১৪ রানে ৩টি উইকেট নেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৮.৩ ওভারে ১ মেডেনসহ ১৫ রানে নেন ২টি উইকেট। আর মেগান শট ৫ ওভারে ১ মেডেনসহ ২৫ রানে নেন ২টি উইকেট।
অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন বেথ মুনি।
ঢাকা/আমিনুল
Sangbad365 Admin 












