কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪২, ১০ অক্টোবর ২০২৫ আপডেট: ১৭:৫৬, ১০ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই।’’
শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লার শালবন বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “সরকার ঘোষিত তারিখে একটি ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজও সরকার করছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ শীল ভদ্র মহাথের।
‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক প্রমুখ।
ঢাকা/রুবেল/রাজীব
Sangbad365 Admin 













