নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৩, ১০ অক্টোবর ২০২৫
পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সিএমপির সোয়াট টিম সহায়তা দেয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের উপরের তৃতীয় তলার একটি কক্ষ, পাঁচলাইশ থানার সহযোগিতায় শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সামিল গলির ইউনুস কোম্পানির বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কক্ষ এবং বাকলিয়া থানার সহযোগিতায় কালামিয়া বাজার এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদকে (২৩) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি ছোট বন্দুক, ২টি বিদেশি লম্বা বন্দুক, ২টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় শর্ট শুটার গান ও ২টি দেশীয় একনলা বন্দুক। এছাড়া ৫৮ রাউন্ড তাজা কার্তুজ, ২টি খোসা, ১৩টি ম্যাগাজিন, ৯৫টি বুলেট, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, ১১০০ পুরিয়া (৫ কেজি ৫০০ গ্রাম) গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আজাদের (২৩) বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
Sangbad365 Admin 












