০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৬০১৬ Time View

প্রকাশিত: ১৭:৫২, ১২ অক্টোবর ২০২৫  

নীল সমুদ্রে ভাসছে বিলাসবহুল ইয়ট। হলিউডের ৪০ বছর বয়সি আলোচিত গায়িকা কেটি পেরির নিজস্ব ইয়ট এটি। ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে দাঁড়িয়ে আছেন কেটি পেরি। তাকে জড়িয়ে ধরে চুম্বনরত ৫৩ বছর বয়েসি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শার্টবিহীন ট্রুডোর পরনে শুধু জিনস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।  

জাস্টিন ট্রুডো আর গায়িকা কেটি পেরি প্রেম করছেন, এ খবর সবারই জানা। গত কয়েক মাসে তাদের নানা জায়গায় রোমান্টিক মুডে দেখা গেছে। এবার তাদের পাওয়া গেল একটি ইয়টে। এসব ছবি প্রথমে ফাঁস করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। তারপর সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এসব ছবি।  

ডেইলি মেইল জানিয়েছে, ছবিগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েন কেটি পেরি-ট্রুডো। 

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, “তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।” 

গত জুলাইয়ে কেটি পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয়। তাদেরকে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। এর কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন। ট্রুডোকে পরবর্তীতে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুর-এর দর্শক সারিতেও দেখা গেছে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো টুঁ-শব্দ করেননি জাস্টিন ট্রুডো কিংবা কেটি পেরি। 

অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কেটি পেরি। গত জুন মাসে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানেন তারা। এ সম্পর্কে তাদের ডেইজি ডাভ (৫) নামে একটি কন্যাসন্তান রয়েছে।  

অন্যদিকে, দুই বছরে আগে স্ত্রী সোফির সঙ্গে ট্রুডোর বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১) নামে তিনটি সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

ট্যাগঃ

নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো

সময়ঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ১৭:৫২, ১২ অক্টোবর ২০২৫  

নীল সমুদ্রে ভাসছে বিলাসবহুল ইয়ট। হলিউডের ৪০ বছর বয়সি আলোচিত গায়িকা কেটি পেরির নিজস্ব ইয়ট এটি। ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে দাঁড়িয়ে আছেন কেটি পেরি। তাকে জড়িয়ে ধরে চুম্বনরত ৫৩ বছর বয়েসি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শার্টবিহীন ট্রুডোর পরনে শুধু জিনস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।  

জাস্টিন ট্রুডো আর গায়িকা কেটি পেরি প্রেম করছেন, এ খবর সবারই জানা। গত কয়েক মাসে তাদের নানা জায়গায় রোমান্টিক মুডে দেখা গেছে। এবার তাদের পাওয়া গেল একটি ইয়টে। এসব ছবি প্রথমে ফাঁস করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। তারপর সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এসব ছবি।  

ডেইলি মেইল জানিয়েছে, ছবিগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েন কেটি পেরি-ট্রুডো। 

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, “তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।” 

গত জুলাইয়ে কেটি পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয়। তাদেরকে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। এর কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন। ট্রুডোকে পরবর্তীতে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুর-এর দর্শক সারিতেও দেখা গেছে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো টুঁ-শব্দ করেননি জাস্টিন ট্রুডো কিংবা কেটি পেরি। 

অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কেটি পেরি। গত জুন মাসে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানেন তারা। এ সম্পর্কে তাদের ডেইজি ডাভ (৫) নামে একটি কন্যাসন্তান রয়েছে।  

অন্যদিকে, দুই বছরে আগে স্ত্রী সোফির সঙ্গে ট্রুডোর বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১) নামে তিনটি সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত