নারীদের ওয়ানডে বিশ্বকাপে রোববার ৩৩০ রান করেও হার মেনেছে ভারত। বিশাখাপত্মনমে ভারত আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রান করে। জবাবে অ্যালিসা হিলির অনবদ্য সেঞ্চুরি ও এলিসা পেরির দৃঢ় ব্যাটিংয়ে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান করে রেকর্ড গড়া জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা। যা নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়।
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। টানা দুই জয় তুলে নেওয়ার পর টানা দুই ম্যাচ হারল বিশ্বকাপের আয়োজকরা।
মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৩৯তম ওভারে গিয়ে তিনি আউট হন। যাওয়ার আগে ১০৭ বলে ২১টি চার ও ৩ ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলে যান এবং দলকে দিয়ে যান জয়ের ভিত।
এরপর অ্যাশলে গার্ডনার, ফিওবি লিচফিল্ড ও বিশেষ করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে শেষে আবার নামা পেরি। তিনি ৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন কিম গার্থ। লিচফিল্ড ৬ চার ও ১ ছক্কায় ৪০ ও গার্ডনার ৩ চার ও ১ ছক্কায় করেন ৪৫ রান। তাতে রেকর্ড ৩৩০ রান তাড়া করে জয় পায় অজি মেয়েরা।
ভারতের শ্রী চরণী ১০ ওভারে ১ মেডেনসহ ৪১ রানে ৩টি উইকেট নেন। আমানজোত কর ও দীপ্তি শর্মা নেন ২টি করে উইকেট।
তার আগে ভারতের ইনিংসে কেউ সেঞ্চুরি না পেলেও টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা রান পান। বিশেষ করে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। স্মৃতি ৬৬ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৮০ ও রাওয়াল ১০টি চার ও ১ ছক্কায় করেন ৭৫ রান। তাতে উদ্বোধনী জুটিতে ভারত ১৫৫ রানের সংগ্রহ পায় ২৪.২ ওভারে।
এরপর হারলিন দেওল ৩৮, হারমানপ্রিত কর ২২, জেমিমাহ রদ্রিগেজ ৩৩ ও রিচা ঘোষ ৩২ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৩৩০ রান পর্যন্ত নিয়ে যান।
বল হাতে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ৯.৫ ওভারে ৪০ রানে ৫টি উইকেট নেন। সোফি মলিনাক্স ১০ ওভারে ১ মেডেনসহ ৭৫ রানে নেন ৩টি উইকেট। ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যালিসা হিলি।
একই মাঠে বৃহস্পতিবার বাংলাদেশের মেয়েদের মুখোমুুখি হবে অস্ট্রেলিয়া। আর আগামী রোববার ইন্দোরে ভারত লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
Sangbad365 Admin 












