প্রকাশিত: ১৮:০২, ১৫ অক্টোবর ২০২৫ আপডেট: ১৮:০৬, ১৫ অক্টোবর ২০২৫
রকিব হাসান। ছবি সংগৃহীত
পাঠকপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা লেখক, অনুবাদক রকিব হাসান আর নেই। বুধবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রকিব হাসানের (৭৫) মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ছেলে রাহিদ হাসান।
রকিব হাসান রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। সপ্তাহে দুদিন ডায়ালাইসিস নিতেন। আজ ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
রকিব হাসান ১৯৫০সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে বাঁধাধরা জীবনের প্রতি অনাগ্রহি হওয়ার কারণে কোনো চাকরিতেই মন টেকেনি। অবশেষে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে। স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন।
লেখকের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ এশার নামাজের পর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হবে।
ঢাকা/এসবি/তারা
Sangbad365 Admin 













