০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৬০০৯ Time View

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৬ অক্টোবর ২০২৫  

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে, তড়িঘড়ি করে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যার সুফল এখন পাওয়া যাচ্ছে। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা চলছে। আসামিপক্ষ ইতোমধ্যে আপিল বিভাগে গেছেন। আশা করি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’’

এর আগে, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীসহ জেলার সিনিয়র আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

ট্যাগঃ

‘নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে’

সময়ঃ ১২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৬ অক্টোবর ২০২৫  

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে, তড়িঘড়ি করে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যার সুফল এখন পাওয়া যাচ্ছে। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা চলছে। আসামিপক্ষ ইতোমধ্যে আপিল বিভাগে গেছেন। আশা করি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’’

এর আগে, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীসহ জেলার সিনিয়র আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব