বর্তমানে বাংলা নববর্ষ ছাড়াও শরৎ উৎসব, বসন্ত উৎসব, রবীন্দ্র উৎসব, নজরুল উৎসবসহ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনী, নিয়মিত বিভিন্ন নাটক ও সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সকাল-দুপুরে ঢাকার ভেতর চক্রাকারে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৬ হাজার ৮৪৩ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য ৬৬৫ জন শিক্ষক রয়েছেন। যাঁদের মধ্যে অধ্যাপক ১৫৫, সহযোগী অধ্যাপক ১৮৩, সহকারী অধ্যাপক ২৭৬ এবং ৫২ জন প্রভাষক রয়েছেন। এ ছাড়া উচ্চতর ডিগ্রি এবং গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টিতে এমফিল কোর্সে ২৭৯, পিএইচডি কোর্সে ১৮৬ জন শিক্ষার্থী এবং পাশাপাশি দেশের বাইরে ১৫৫ জন শিক্ষক উচ্চতর ডিগ্রির জন্য শিক্ষানবিশ হিসেবে অধ্যয়নরত। তা ছাড়া ২৩৮ জন কর্মকর্তা ও ২২১ জন কর্মচারী, ১৭৫ জন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ২০৪ জন বিভিন্ন পেশায় দৈনিক হাজিরাভিত্তিক হিসেবে নিয়োজিত আছেন।
প্রাচীন এই বিদ্যাপীঠটির প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে নতুন সাততলা ভবনের ছয় তলায় অবস্থিত একটি কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ভিন্ন ভিন্ন দুটি উন্মুক্ত গ্রন্থাগার রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারে বইয়ের সংখ্যা ৩১ হাজার ৩২৬টি। গ্রন্থাগারে ইন্টারনেট–সুবিধাসহ বিভিন্ন দেশি-বিদেশি বইয়ের সমাহার বিস্তৃত। বর্তমানে ছাত্রীদের আবাসিক সমস্যা নিরসনে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ নামে একটি ১৬ তলাবিশিষ্ট ১ হাজার ২০০ আসনের হল রয়েছে।
তা ছাড়া অনাবাসিকখ্যাত এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। এক ও দুই তলা বাস, মাইক্রোবাস এবং বিআরটিসির ভাড়া করা লাল রঙের দ্বিতল বাসসহ মোট ৫৬টি যানবাহন প্রতিদিন চলাচল করে।
Sangbad365 Admin 












