০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ২ কলেজছাত্রকে ছুরিকাঘাত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬০১৩ Time View
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জিগাতলায় দুই কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।  

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আহতরা হলেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আলফাজ সানি অপু (১৮) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)।

বুধবার (২২ অক্টোবর) বিকালে জিগাতলার একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, বিকেলে তারা আট-নয়জন বন্ধু মিলে জিগাতলার একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিলেন। তখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রথম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী এসে তাদের ওপর হামলা চালান। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আহত করে পালিয়ে যান তারা।

আহতরা বলেন, কি কারণে তারা আমাদের মারধর করেছেন, তা বলতে পারছি না। কারও সঙ্গে আমাদের ঝগড়াও হয়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে অপুকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ঢাকায় ২ কলেজছাত্রকে ছুরিকাঘাত

সময়ঃ ১২:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জিগাতলায় দুই কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।  

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আহতরা হলেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আলফাজ সানি অপু (১৮) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)।

বুধবার (২২ অক্টোবর) বিকালে জিগাতলার একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, বিকেলে তারা আট-নয়জন বন্ধু মিলে জিগাতলার একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিলেন। তখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রথম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী এসে তাদের ওপর হামলা চালান। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আহত করে পালিয়ে যান তারা।

আহতরা বলেন, কি কারণে তারা আমাদের মারধর করেছেন, তা বলতে পারছি না। কারও সঙ্গে আমাদের ঝগড়াও হয়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে অপুকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।