ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৮, ২৫ অক্টোবর ২০২৫
নিহত নাসিম উদ্দিন আকন।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। এতে মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর তথ্য জানান। তিনি বলেন, ‘‘বাসের ধাক্কায় আহত আকনকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে বরিশালে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলে আমি মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছি।’’
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের যাত্রীবাহী বাস আকনের মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক ও নাসিম আকন ছিটকে গাছে ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যায়।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম মোটর সাইকেল চালক শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহিদুলের মোটর সাইকেলে নাসিম আকন রাজাপুরে ফিরছিলেন।
পুলিশ পরিদর্শক আবুল মালেক জানান, বাস ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/অলোক/বকুল
Sangbad365 Admin 













