ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০৩, ২৯ অক্টোবর ২০২৫
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের আরেকটি ম্যাচ হার। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারল বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ আগেই সিরিজ জিতে দারুণ খুশি ক্যারিবীয়ানরা।
তাদের উল্লাসের রাতে বাংলাদেশ শিবিরে পিনপতন নীরবতা। গ্যালারিতে ভুয়া ভুয়া স্লোগান। যা নিশ্চিতভাবেই কানে গেছে ক্রিকেটারদের। টানা দুই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
অধিনায়ক লিটন ম্যাচ শেষে নিজের ওপরেই সব দায় নিলেন। ক্রিজে গিয়ে তিন চার মেরে দারুণ ছন্দ পাওয়ার ইঙ্গিত দিলেন। এরপর আরো একটি চার আসে তার ব্যাটে। কিন্তু মুহূর্তেই সব ওলটপালট। এলোমেলো শটে ২০ রানে জীবন পান। ৩ রান যোগ করে আকিল হোসেনের বলে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিং আক্রমণ সামলে থিতু হতে সময় নেননি তিনি। অথচ উইকেটের বলে বোল্ড হয়ে ম্যাচটা ডুবিয়ে আসেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘১৫০ রান বড় স্কোর নয়। যখনই আমরা রান নিতে ভুগেছি তখনই আমরা উইকেট হারিয়েছি। আমাকে ১৩-১৪ ওভার পর্যন্ত সেখানে থাকতে হতো। আমার নিজেকে আরো উন্নত করতে হবে। যদি আমি থাকতাম, তাহলে ম্যাচটি আগেই শেষ হয়ে যেত। তবে তারা সত্যিই ভালো বোলিং করেছে।’’
উইকেট ছিল ব্যাটিংবান্ধব। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে বড় কিছুরই ইঙ্গিত দেয়। ১১.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১০৬। ততক্ষণে ফিফটি তুলে নিয়েছেন হোপ ও আথানজে। এরপরই নাটকীয় বিপর্যয়। পরের ২০ বলে রান উঠলো কেবল ১২। উইকেট হারাল ৫টি। নাসুম ও রিশাদ নিজেদের ওভারে জোড়া উইকেট পান। মোস্তাফিজুর রহমান তুলে নেন অপরটি। তাতে ক্যারিবীয়ানদের ব্যাটিংয়ের মিডল অর্ডার ভেঙে চুরমার হয়ে যায়।
বোলাররা দারুণভাবে দলকে ম্যাচে ফেরালেও ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে আরেকটি ব্যর্থতা যোগ হলো। বোলারদের জন্য হৃদয় পুড়ছে লিটনের, ‘‘যদি দেখেন, গত দুই থেকে তিনটি সিরিজে আমাদের বোলাররা সত্যিই ভালো করেছে। আমি সব বোলারদের জন্য খুবই দুঃখিত। কারণ, তারা সত্যিই ভালো কাজ করেছে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
Sangbad365 Admin 













