১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৬০০৩ Time View

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদন হস্তান্তর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান। সেই তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তা জানান।

তিনি বলেন, ‘প্রতিবেদনে প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘তদন্তে আরও পাওয়া গেছে, এই স্কুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের অনুমোদন হয়নি। এই বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল একটা সিঁড়ি মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি যদি থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও কম হতো। এছাড়া আরও সুপারিশের মধ্যে আছে বরিশাল এবং বগুড়ায় রানওয়ে আছে সেটাকে সম্প্রসারণ করার। আজকের মিটিংয়ে সেই নির্দেশনা দেওয়া হয়। রাজউকের বিল্ডিং কোড যাতে নতুন সম্প্রসারিত এলাকায় পালিত হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

প্রেস সচিব বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বিমানবাহিনীর বিমানের স্বল্পতা আছে। আরও বলা হয়েছে, এয়ারপোর্টের আশেপাশে যেন ‘‘ফোম টেন্ডার’’ থাকে সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এটা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে টেক অব এবং ল্যান্ডিংয়ের জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে উচ্চতার একটা বিধিনিশেধ আছে। অন্যান্য দেশে দেখা গেছে, টেক অব এবং ল্যান্ডিংয়ের পথে কিছু কিছু স্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। যেমন-হাসপাতাল, স্কুল, ওয়ারহাউজ, ক্ষুদ্র শিল্প স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। এ দিকে যাতে সিভিল এভিয়েশন নজর রাখে সেই বিষয়ে বলা হয়েছে।’

তিনি জানান, প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনেক জায়গায় বিমানবন্দর আছে, সেগুলো যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।    

ট্যাগঃ

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ

সময়ঃ ১২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদন হস্তান্তর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান। সেই তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তা জানান।

তিনি বলেন, ‘প্রতিবেদনে প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘তদন্তে আরও পাওয়া গেছে, এই স্কুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের অনুমোদন হয়নি। এই বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল একটা সিঁড়ি মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি যদি থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও কম হতো। এছাড়া আরও সুপারিশের মধ্যে আছে বরিশাল এবং বগুড়ায় রানওয়ে আছে সেটাকে সম্প্রসারণ করার। আজকের মিটিংয়ে সেই নির্দেশনা দেওয়া হয়। রাজউকের বিল্ডিং কোড যাতে নতুন সম্প্রসারিত এলাকায় পালিত হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

প্রেস সচিব বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বিমানবাহিনীর বিমানের স্বল্পতা আছে। আরও বলা হয়েছে, এয়ারপোর্টের আশেপাশে যেন ‘‘ফোম টেন্ডার’’ থাকে সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এটা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে টেক অব এবং ল্যান্ডিংয়ের জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে উচ্চতার একটা বিধিনিশেধ আছে। অন্যান্য দেশে দেখা গেছে, টেক অব এবং ল্যান্ডিংয়ের পথে কিছু কিছু স্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। যেমন-হাসপাতাল, স্কুল, ওয়ারহাউজ, ক্ষুদ্র শিল্প স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। এ দিকে যাতে সিভিল এভিয়েশন নজর রাখে সেই বিষয়ে বলা হয়েছে।’

তিনি জানান, প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনেক জায়গায় বিমানবন্দর আছে, সেগুলো যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।