০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৬০০৩ Time View

রাজধানীর কদমতলীর পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের ট্রাকের ধাক্কায় শাকিব হোসেন (৩২) নামের এক যুবকের নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০-১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ গ্রাম থেকে ঢাকায় আসবেন। তাই তাদেরকে আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলা দিকে যাচ্ছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে  তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকসহ চালক কদমতলী থানায় আটক আছে।

লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক। 

শাকিব কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ট্যাগঃ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সময়ঃ ১২:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

রাজধানীর কদমতলীর পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের ট্রাকের ধাক্কায় শাকিব হোসেন (৩২) নামের এক যুবকের নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০-১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ গ্রাম থেকে ঢাকায় আসবেন। তাই তাদেরকে আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলা দিকে যাচ্ছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে  তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকসহ চালক কদমতলী থানায় আটক আছে।

লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক। 

শাকিব কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।