কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৭, ৯ নভেম্বর ২০২৫
মাত্র ২ মাসের ব্যবধানে কুষ্টিয়ায় দ্বিতীয়বার পরিবর্তন আনা হলো জেলা প্রশাসকের (ডিসি) পদে। এতো স্বল্প সময়ে দুইবার ডিসি পদে পরিবর্তন নিয়ে জেলার বিভিন্ন মহলে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে হঠাৎ কুষ্টিয়াসহ দেশের ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৫ আগস্ট কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে বদলি করে খুলনায় পাঠানো হয়। ২৮ আগস্ট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার স্থলাভিষিক্ত হন।
ঢাকা/কাঞ্চন/মেহেদী
Sangbad365 Admin 












