ইমান ইসলামি জীবনের ভিত্তি। এটি ছয়টি মূল বিষয়ের ওপর প্রতিষ্ঠিত, যাকে বলা হয় ইমানের ছয়টি স্তম্ভ:
১. আল্লাহর প্রতি বিশ্বাস
২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস
৩. কিতাবসমূহের প্রতি বিশ্বাস
৪. রাসুলদের প্রতি বিশ্বাস
৫. পরকাল বা আখিরাতের প্রতি বিশ্বাস
৬. তাকদিরের প্রতি বিশ্বাস। অর্থাৎ, ভালো-মন্দ উভয়টাই আল্লাহর নির্ধারণ করা।
রাসুল (স.) বলেছেন, “ইমান হল তুমি আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব, তাঁর রাসুল, পরকাল এবং তাকদিরে বিশ্বাস রাখো।” (সহিহ মুসলিম, হাদিস: ৮)
এই ছয়টি বিষয়ে দৃঢ় বিশ্বাস ব্যতীত একজন ব্যক্তি মুসলমান হিসেবে গণ্য হতে পারে না।
Sangbad365 Admin 




