০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একবার জাল ফেলে পৌনে এক লাখ টাকার মাছ, এক কাতলার দামই ৬২ হাজার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬০১৮ Time View

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে ও স্থানীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইছহাক সরদার প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে ক্রম অনুসারে তাঁরা সাত ভাগীদার পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার উত্তরে জেলার সীমান্তবর্তী দেবগ্রাম মুন্সিপাড়া এলাকায় রাত ১২টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ঘাইলা বেড় বা ফ্যাশন জাল ফেলেন। জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর কয়েকবার ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় কোনো মাছ ধরা পড়েছে।

ইছহাক সরদার বলেন, জাল গুটিয়ে নৌকায় তুলতেই প্রথমে মাঝারি আকারের একটি পাঙাশ দেখতে পান। জাল গোটানো শেষে বড় একটি কাতলা ও একটি ছোট পাঙাশ ধরা পড়ে। একসঙ্গে তিনটি দামি মাছ ধরা পড়ায় সবাই খুশি হন। মাছগুলো বিক্রির জন্য আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আনেন। নিলামে কাতলাটি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬২ হাজার, ১০ কেজির পাঙাশটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে এবং চার কেজির পাঙাশটি এক হাজার টাকা কেজি ধরে অন্যত্র বিক্রি করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

একবার জাল ফেলে পৌনে এক লাখ টাকার মাছ, এক কাতলার দামই ৬২ হাজার

সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে ও স্থানীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইছহাক সরদার প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে ক্রম অনুসারে তাঁরা সাত ভাগীদার পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার উত্তরে জেলার সীমান্তবর্তী দেবগ্রাম মুন্সিপাড়া এলাকায় রাত ১২টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ঘাইলা বেড় বা ফ্যাশন জাল ফেলেন। জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর কয়েকবার ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় কোনো মাছ ধরা পড়েছে।

ইছহাক সরদার বলেন, জাল গুটিয়ে নৌকায় তুলতেই প্রথমে মাঝারি আকারের একটি পাঙাশ দেখতে পান। জাল গোটানো শেষে বড় একটি কাতলা ও একটি ছোট পাঙাশ ধরা পড়ে। একসঙ্গে তিনটি দামি মাছ ধরা পড়ায় সবাই খুশি হন। মাছগুলো বিক্রির জন্য আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আনেন। নিলামে কাতলাটি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬২ হাজার, ১০ কেজির পাঙাশটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে এবং চার কেজির পাঙাশটি এক হাজার টাকা কেজি ধরে অন্যত্র বিক্রি করেন।