লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০৮, ১৫ নভেম্বর ২০২৫ আপডেট: ২৩:১৪, ১৫ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে শনিবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম লতিফপুর মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম জহিরকে (৫০) হত্যা করা হয়।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন জহির।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জহির দোকান থেকে বের হওয়ার পর সড়কের ওপর ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে পড়ে থাকা লাশের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির একসময় মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ইদানিং স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে।
হত্যার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে।
ঢাকা/লিটন/বকুল
Sangbad365 Admin 





